শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থী আটক


শাবি টাইমস | Published: 2017-11-19 16:53:17 BdST | Updated: 2024-05-17 07:51:55 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৭-১৮ শিক্ষা বর্ষের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটককৃতরা হলেন- গাজীপুর কালিয়াকৈরের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান ও টাঙ্গাইলের মধুপুরের আবুল কাশেমের ছেলে ছানোয়ার হোসেন।

দুইজনের মধ্যে মেহেদী রাজা জি সি দেব হাই স্কুল এবং ছানোয়ার লিডিং ইউনিভার্সিটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন ডিভাইসসহ আটক করা হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব মহিবুল আলম বলেন, ওই দুই শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে কানের মধ্যে ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করার চেষ্টা করলে তাদেরকে হলের দায়িত্বরত শিক্ষক আটক করে।

তিনি আরও জানান, তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন।

এমএস/ ১৯ নভেম্বর ২০১৭