শাবিতে প্রথম বর্ষের ভর্তি ১১ ডিসেম্বর


শাবি টাইমস | Published: 2017-11-29 02:25:36 BdST | Updated: 2024-05-17 11:32:42 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি আগামী ১১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে। ১১ ও ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিট এবং ১৩ ডিসেম্বর ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহযোগী অধ্যাপক মহিবুল আলম জানান, আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ৯ টা থেকে মেধা তালিকা অনুযায়ী ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১ থেকে ৬০০ পর্যন্ত, ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে একই ইউনিটের গ্রুপ-১ এর মেধা তালিকা ৬০১ থেকে ১১২৩ পর্যন্ত এবং একইদিন দুপুর ২ টা থেকে গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। ঐদিন বিকাল ৩টায় বি ইউনিটে কোটায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

এদিকে ১৩ ডিসেম্বর বুধবার সকাল নয়টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১ থেকে ২১৭ ও এগারোটায় মানবিকের মেধা তালিকায় ১ থেকে ৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর রবিবার সকাল ৯ টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা এগারোটা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তির দিন শিক্ষার্থীদেরককে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান সহযোগী অধ্যাপক মহিবুল আলম।

তিনি জানান, আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কমিটির বৈঠকের পর ডিসেম্বরের শেষেই নতুন করে ডাকা হবে বলে। নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরএম/ ২৮ নভেম্বর ২০১৭