ইবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় আটক ১, এক বছরের সাজা


ইবি টাইমস | Published: 2017-12-04 15:21:10 BdST | Updated: 2024-05-21 02:29:21 BdST

অর্থের বিনিময়ে বদলি পরীক্ষা দিতে এসে আটক হন ইন্দ্রজিৎ কুমার। পরে তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। ইন্দ্রজিৎ কুমারের বাড়ি মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় ভবনের ১২৫ নম্বর কক্ষে ইন্দ্রজিৎ কুমার নামের এক পরীক্ষার্থীর প্রবেশ পত্রের রোল অনুযায়ী উত্তরপত্রের রোল নম্বরের কোনো মিল না পাওয়ায় তাঁকে আটক করে হল পরিদর্শক। পরে তাঁকে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন ইন্দ্রজিৎ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ইন্দ্রজিতের ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার রোল ০৬৬৬২ ছিল। কিন্তু তিনি উত্তরপত্রে ০০৯০৩৯ রোল লিখেছিলেন। যা শিপনা খাতুন নামের এক পরীক্ষার্থীর রোল নম্বর ছিল। ইন্দ্রজিৎ টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বদলি পরীক্ষা দিয়ে বেড়ান বলে জানিয়েছেন।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইন্দ্রজিৎকে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায় দেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,‘ইন্দ্রজিৎকে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস/ ০৪ ডিসেম্বর ২০১৭