শিগগিরই শাবি ছাত্রলীগের কমিটি


শাবি টাইমস | Published: 2017-12-05 04:04:45 BdST | Updated: 2024-05-17 09:47:05 BdST

দ্রুত সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের কমিটি দেয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। রোববার রাতে তিনি একথা জানান।

তিনি বলেন, বর্তমানে অনেকগুলো ইউনিটের কমিটি নিয়ে কাজ করছি। তবে চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শাবি ছাত্রলীগের কমিটি দেয়ার।

ছাত্রলীগ সূত্র জানায়, ২০১৩ সালের ৮ মে সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সভাপতি ও ইমরান খানকে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। সুতারং তিন বছর আগেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে সাংবাদিক নির্যাতন ও স্কুলছাত্রীকে নিপীড়নের ঘটনায় পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে সহসভাপতি রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এছাড়া কোর্স অসম্পূর্ণ থাকায় ইমরান খানের ছাত্রত্ব বাতিল করেছে প্রশাসন।

গত ১০ অক্টোবর কমিটি দেয়ার জন্য কর্মীসভার আয়োজন করা হয়। ওই দিন কর্মীসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন ও স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন। সভা শেষে ওই দিন রাতেই তারা কর্মীদের কাছ থেকে শতাধিক সিভি নিয়ে চলে যান।

সিভি সংগ্রহের দুই মাস পরও কমিটি না দেয়ার বিষয়ে এসএম জাকির হোসাইন বলেন, অনেকগুলো সিভি জমা পড়েছে। সিভিগুলো যাচাইয়ের কাজ চলছে। যোগ্য কর্মীদের নিয়ে দ্রুত কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: জাগোনিউজ।

এমএন/ ০৪ ডিসেম্বর ২০১৭