অর্ধনগ্ন করে র‌্যাগিং: শাবির দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-28 23:39:52 BdST | Updated: 2024-05-17 10:22:13 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) র‌্যাগিংয়ের ঘটনায় ২১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুইজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সিন্ডিকটেরে ২০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাকি ১৯ জনের মধ্যে দুইজনকে ২ সেশনের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১ সেশনের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, পাঁচজনকে ৬ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ, নয়জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও সতর্কীকরণ, দুইজনকে শুধু সতর্কীকরণ করা হয়েছে। এর মধ্যে একজন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এবং বাকি ২০ জন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এদিকে, শাস্তির প্রতিবাদে গোলচত্বরে বিক্ষোভ প্রদর্শন করছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে র‌্যাগিংয়ের পাশাপাশি রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করেন একই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।

এইচজে/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮