সরকারি খরচে হজের সুযোগ পেলেন ৩১৮ জন


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-07 16:16:59 BdST | Updated: 2024-05-16 16:47:26 BdST

ধর্মপ্রাণ বিবেচনায় চলতি বছর সরকারি খরচে হজে যাচ্ছেন পাঁচজন সংসদ সদস্য, একজন জেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৩১৮ ব্যক্তি। এর মধ্যে শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যও রয়েছেন এ দলে। রোববার (০৬ আগস্ট) সরকারি খরচে হজে যাওয়ার জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, তালিকায় অন্তত দেড়শ’ ব্যক্তি রয়েছেন; যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের সঙ্গে থাকা সমমনা দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের লোকজন। তালিকার প্রায় ৭০ জন ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ময়মনসিংহের লোক। তালিকায় বেশির ভাগ ব্যক্তির দলীয় পরিচয় প্রকাশ করা হয়নি। তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তির নামও রয়েছে।

সরকারি খরচে হজে যাওয়া সংসদ সদস্যরা হলেন- ঢাকার কামাল আহমেদ মজুমদার, ফেনীর মো. রুহুল আমীন, ফাতেমা তুজ জহুরা রানী, শিরীন নাইম এবং সংরক্ষিত মহিলা আসনের সফুরা বেগম। এছাড়া ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাও এবার সরকারি খরচে হজে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা সরকারি খরচে হজে যাচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ঢাকার মো. জাহাঙ্গীর আহমেদ ও এবিএ শাহ আলম, মাদারীপুরের শামীম শিকদার, গোপালগঞ্জের আশরাফ আলী, মনিরুজ্জামান ও আবদুল কুদ্দুস বিশ্বাস, যশোরের ওসমান গনী, ময়মনসিংহের মুহাম্মদ জালাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের মর্তুজা রেজা, পটুয়াখালীর খন্দকার খবির মিয়া, টাঙ্গাইলের আবদুল মান্নান মিয়া, কুড়িগ্রামের মাহবুবুর রহমান, বাগেরহাটের মো. চান মিয়া প্রমুখ।ক্ষমতাসীন দলের উল্লেখযোগ্যরা হলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী, ঢাকার পল্লবী থানার সহসভাপতি আমির আলী, মতিঝিল থানার মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রাফিজা জামান খান, উত্তরখান ইউনিয়নের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতুল চৌধুরী অনন্যা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মো. রুহুল আমীন, টঙ্গীপাড়ার সিংগাপাড়ার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, পটুয়াখালী সদরের কৌকরণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ আলী খান মামুন, কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবদুস সাত্তার, রাজশাহীর বাঘার গরগতি ইউনিয়নের সভাপতি শওকত আলী প্রমুখ।

এসজে/ ০৭ আগস্ট ২০১৭