বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে জন্মাষ্টমী পালিত


টাইমস অনলাইনঃ | Published: 2019-08-24 10:20:25 BdST | Updated: 2024-05-16 18:36:22 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আর্বিভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় শোভাযাত্রার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপনের আনুষ্ঠিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রা বের হয় যা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয় ও দেশবাসীর শান্তি এবং মঙ্গল প্রতিষ্ঠার জন্য প্রার্থনার আয়োজন করা হয়।

পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. চয়ন গোস্বামী , পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাপন দে, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রভাষক বিপুল চন্দ্র রায়সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।