আইইএলটিএস ছাড়াই তুরস্কে স্কলারশিপের সুযোগ


Dhaka | Published: 2020-01-16 11:12:13 BdST | Updated: 2024-05-17 15:32:25 BdST

উচ্চশিক্ষা অর্জনে স্কলারশিপ দিচ্ছে তুরস্ক। এই সুযোগ করে দিতে দেশটির সরকার প্রতি বছর পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকে।

পৃথিবীর ১৭২টি দেশ থেকে এই বৃত্তির জন্য আবেদন করা যায়। আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন। বৃত্তি প্রাপ্তরা তুরস্কের ৫৫টি শহরের ১০৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। ১০ জানুয়ারি থেকে এ বছরের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।

শিক্ষা বৃত্তির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে- টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ, আবাসন ও খাবারের ব্যবস্থা, বিনামূল্যে এক বছরে তুর্কি ভাষা শেখার ব্যবস্থা, স্বাস্থ্য বিমা তথা বিনামূল্যে চিকিৎসা সেবা, মাসিক সম্মানী ভাতা (স্নাতক ৮০০ লিরা, স্নাতকোত্তর ১১০০ লিরা ও পিএইচডিতে ১ হাজার ১৬০০ লিরা দেওয়া হয়), প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকেট।

এই স্কলারশিপের জন্য আইএলটিএস ছাড়াও আবেদন করা যাবে।