অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডির জন্য বৃত্তি


Dhaka | Published: 2021-07-26 16:24:35 BdST | Updated: 2024-03-19 14:55:36 BdST

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে। মাস্টার্স ও পিএইচডির ডিগ্রির জন্য এ বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী শিক্ষার্থীরা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন বৃত্তির জন্য।

সুযোগ–সুবিধাসমূহ
* আন্তদেশীয় এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলারের স্থানান্তর ভাতা।
* টিউশন ফি মওকুফ।
* বছরে ২৮ হাজার ৬০০ ডলার ভাতা।
* আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন স্বাস্থ্যবিমা।

আবেদনের যোগ্যতা
* অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে।

  • প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবেন না।
    * আবেদন পদ্ধতি ও আবেদন বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

https://www.deakin.edu.au/study/fees-and-scholarships/scholarships/find-a-scholarship/rtp-and-duprs

//