মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে কার্ডিফ স্কুলে কর্মসুচি পালিত


Dhaka | Published: 2020-03-16 19:10:34 BdST | Updated: 2024-05-05 17:22:57 BdST

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন এবং মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।

দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে আজ ১ নং ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্কুলের শিক্ষার্থীরা খুদে মুজিব বেশে বঙ্গবন্ধু কালজয়ী ভাষন দেন, মহান নেতার জীবনীর উপর আলোকপাত করা হয়।

“মুজিবকে জানো” স্লোগান নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে এই মহান নেতার ছেলেবেলা থেকে শুরু করে রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ন অংশ তুলে ধরেন।

আলোচনা শেষে “শোন একটি মুজিবরের কন্ঠ থেকে” এবং বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা বলে স্লোগান দেন শিক্ষার্থীরা। সবশেষে “জয় বাংলা, বাংলার জয়” গান পরিবেশন করেন কার্ডিফের সাংস্কৃতিক দল।