চবিতে শিবির সন্দেহে দলীয় কর্মীকে মারধর করল ছাত্রলীগ


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-10 06:15:11 BdST | Updated: 2024-05-11 10:29:05 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে খোকন মিয়া নামে এক দলীয় কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার খোকন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ কর্মী খবির উদ্দিন, অনিক আহম্মেদ সাব্বির, নাহিদ আলমসহ আরও কয়েকজন মিলে শিবিরকর্মী সন্দেহে ওই শিক্ষার্থীকে মারধর করেন। মারধরকারী ছাত্রলীগ কর্মীরা স্থগিত কমিটির সহ-সভাপতি এনামুল হক আরাফাতের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রলীগ কর্মী খবির উদ্দিন জানান, খোকন মিয়া দীর্ঘ দিন ধরে ফেসবুকে শিবির বিষয়ক স্ট্যাটাস দিয়ে আসছিল। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। তাই আজ তাকে দেখতে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।

তবে ওই শিক্ষার্থীর বরাত দিয়ে পুলিশ জানায়, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের অনুসারী। আবাসিক হলে সিট নিয়ে তাকে মারধর করে ছাত্রলীগের আরেকটি গ্রুপ।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন- ওই শিক্ষার্থী শিবির নয়, ছাত্রলীগ কর্মী। হলের সিট নিয়ে ঝামেলা থাকায় এ মারধরের ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের মুঠোফোনে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএল