ডাকসুর দাবিতে উন্মুক্ত আলোচনায় অংশ নেয়নি ছাত্রলীগ


ঢাবি টাইমস | Published: 2017-08-10 21:16:46 BdST | Updated: 2024-05-11 15:46:08 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা উন্মুক্ত আলোচনায় অংশ নেয়নি ছাত্রলীগ। উল্টো ছাত্রদল অংশ নিতে আসলে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে ছাত্রলীগ। সংগঠনের নেতারা বলছেন, তারা দাওয়াত পাননি। তবে উন্মুক্ত আলোচনাস্থলের পাশেই মধুর ক্যান্টিনে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মধুর ক্যান্টিনের সামনে শুরু হয় ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা উন্মুক্ত আলোচনা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেননি।

শাসক দলের এ সংগঠনের এক নেতা বলেন, শোকের মাস (আগস্ট) হওয়ায় তারা দাওয়াত পাওয়ার পরও অংশ নিতে পারেননি। তবে অন্য এ নেতা বলেন, তারা দাওয়াত পাননি।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আমরা এমন কোনো দাওয়াত পাইনি। আমরাও যেতে চাই। কারণ, আমরা ডাকসু নির্বাচন চাই। কিন্তু আমরা দাওয়াত পাইনি। মধুতে এসে দেখি সেখানে একটি আলোচনা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আমাদেরকে কয়েকজন বাম সংগঠনের নেতা দাওয়াত দিয়েছে। কোনো সাধারণ শিক্ষার্থী নয়। কিন্তু শোকের মাস হওয়ায় আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি।

এমএসএল