ঢাকা বিশ্ববিদ্যালয় অচলের হুমকি!


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম  | Published: 2017-08-12 06:43:47 BdST | Updated: 2024-05-11 21:09:37 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে শুক্রবার শাহবাগে বাম ছাত্র সংগঠনগুলোর এই জোটের আয়োজনে সংহতি সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করলেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

“শিক্ষার্থীদের কথা বলার জন্য গণতান্ত্রিক জায়গা ছিল ছাত্র সংসদ। কিন্তু দীর্ঘ ২৬ বছর ধরে ডাকসু নির্বাচনই হয় না।”

দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস বলেন, বিগত ৫০তম সমাবর্তনে রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলেছেন। এরপর উপাচার্যের নির্বাচন আয়োজন করা কর্তব্য ছিল।

“কিন্তু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে দাবি করে তিনি (উপাচার্য) ডাকসু নির্বাচন দিচ্ছেন না। ক্যাম্পাস যদি স্থিতিশীল হয়ে থাকে, তাহলে ডাকসু নির্বাচন দিতে সমস্যা কোথায়?”

শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার ও ডাকসু নির্বাচন আদায়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সাবধান করে দেন ছাত্র ইউনিয়ন সভাপতি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, “অবিলম্বে ডাকসু নির্বাচন না দিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সবগুলো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হবে।”

ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম-আহ্বায়ক সরকার আল ইমরান বলেন, আজ যাদের টাকা নাই, তাদের জন্য শিক্ষারও কোন ব্যবস্থা নাই।