যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদের ডাকসুর অভিনন্দন


ঢাবি টাইমস | Published: 2020-02-13 01:23:52 BdST | Updated: 2024-05-11 13:25:00 BdST

 

আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়!"
কবি সুকান্তের কবিতার এ লাইনগুলোই পূর্ব আকাশে উদিত সূর্যের মতো সত্য হয়ে দেখা দিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের যুবাদের বিজয়ের মধ্য দিয়ে। সারা বিশ্ব অবাক চোখে সাক্ষী হয়েছে, বাংলাদেশের বিশ্বজয়ের ইতিহাসের! দেশের কোটি মানুষের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ আনন্দে উদ্বেলিত হয়ে বিজয়ের উল্লাসে শামিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজারো শিক্ষার্থীরা একসাথে বন্ধুর কাঁধে হাত রেখে প্রতীক্ষা করেছে কাক্সিক্ষত বিজয়ের মূহুর্তের। এ বিজয় আমাদের, এ বিজয় সমগ্র জাতির। বিজয়ের এ আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি বাঙালির প্রতিটি শিরায় শিরায়।
বাংলাদেশের যুবাদের এ বিশ্বজয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দলের সাথে যুক্ত সকলকে জানাচ্ছি আগত বসন্তের কৃষ্ণচূড়ার রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অপ্রকাশিত আবেগ আর উচ্ছ¡াস শুভ কামনা হয়ে থাকবে অভিনন্দিত সকলের আগামী চলার পথে। আজকের এই দিনে বিশ্বকাপজয়ী দল মাতৃভূমির মাটিতে পা রাখছে স্বর্ণোজ্জ্বল এক ইতিহাস রচনা করে। বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতা আমরা স্বপ্ন দেখি, এই যুবাদের হাত ধরেই একদিন ক্রিকেটে রাজত্বের মুকুট অর্জন করে বিশ্বজয়ীদের কাতারে বাংলাদেশ তার নাম উজ্জ্বল করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের যুব ক্রিকেট টিমকে প্রাণঢালা অভিনন্দন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর পক্ষে,

শাকিল আহমেদ তানভীর
ক্রীড়া সম্পাদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।