৩ দিনের খাদ্যসামগ্রী নিয়ে ছিন্নমূল মানুষের পশে ডাকসু জিএস রাব্বানী


ঢাবি টাইমস | Published: 2020-03-28 16:03:44 BdST | Updated: 2024-05-10 06:35:58 BdST
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় অবস্থানরত শতাধিক ছিন্নমূল মানুষকে তিন দিনের খাদ্যসামগ্রী প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।
 
শুক্রবার (১৭ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, আটা, লবণ, তেল, মাস্ক ও সাবান বিতরণ করেন তিনি।
 
দেখা যায়, ২ কেজি চাল, ২ কেজি আটা, হাফ কেজি করে ডাল, তেল, লবণ, একটি মাস্ক ও একটি সাবান একটি প্যাকেটের মধ্যে করে ১১২ জন ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়।
 
বিতরণের সময় স্বেচ্ছাসেবকরা করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষার জন্য সুরক্ষিত কাপড় পরিধান করে। এবং যাদের মধ্যে বিতরণ করা হয় তাদের মাঝে নির্ধারিত দূরত্ব বজায় রাখতে দেখা যায়।
 
এ বিষয়ে ডাকসু জিএস গোলাম রাব্বানী বলেন, এসব ছিন্নমূলের মানুষ ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতো। এখন ক্যাম্পাসে শিক্ষার্থী ও অন্যান্যরা না আসায় তাদের জীবিকা নির্বাহের পথও বন্ধ। তাই একজন মানুষ হিসেবে, মানবিক দায়িত্ব থেকে আমি নিজ ফান্ড থেকে তাদের মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করি। তিনদিন পরপর তাদের এসব সামগ্রী প্রদান করা হবে।
 
রাব্বানী আরও জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কুকুর-বিড়ালগুলো যেন অভুক্ত না থাকে সে জন্য প্রতিদিন ১০ কেজি মুরগরি গোস্ত রান্না করে কুকুরগুলোক নির্ধারিত (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুর একস্থানে না থেকে বিভিন্ন জায়গায় একটি দল করে থাকে) এসব খাবার দেয়া হবে। খাবার মধুর ক্যান্টিনের পাশে রান্না করা হবে।