বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৩ মাসের বেতন মওকুফের দাবী


ঢাবি টাইমস | Published: 2020-03-29 21:04:56 BdST | Updated: 2024-05-10 14:59:40 BdST

জাতীয় দুর্যোগকালীন এই সময়ে সবাইকে সহযোগিতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যার যেখানে কর্তৃত্ব আছে, করণীয় আছে, সেখানেই ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।

উদ্ভুত পরিস্থিতিতে আর্থিকভাবে দৃশ্যমান ও প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের (প্রয়োজনে ভুক্তভোগীর আবেদন ও দালিলিক তথ্য-উপাত্ত উপস্থাপন সাপেক্ষে) যে সকল শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের ৩ মাসের বেতন অথবা একটি সেমিস্টারের ফি মওকুফ করার দাবী জানাচ্ছি।

শিক্ষার্থীদের নৈতিক ও যৌক্তিক দাবীটি কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা বোর্ড, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছি।

লেখক:-

গোলাম রাব্বনী, জিএস, ডাকসু