অসহায় ১২শ' মানুষকে খাদ্য দিলেন ছাত্রলীগনেতা দিদার


Chittagong | Published: 2020-03-31 14:20:36 BdST | Updated: 2024-05-10 06:39:35 BdST

করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক দিদারুল আলম।

তিনি নিজ উদ্যোগ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অসহায় ১২শত পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ এবং আলুসহ যাবতীয় খাবার বিতরণ করা হয়।

সোমবার চট্টগ্রামের বাঁশখালীর মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । তার এ উদ্যোগে এলাকার প্রবাসী এবং ব্যবসায়ীরা সহায়তা করেছেন।

সম্প্রতি করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লকডাউন করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় অসহায় মানুষের  খাদ্য সামগ্রী পৌঁছে দেন দিদারুল আলম।

.

দিদার বলেন, ‘যে গ্রামের আলো বাতাসে বেড়ে উঠা-যেখানে বসবাস করে আমার মা, ভাই-বোন, চাচা-চাচী, কাকা-কাকী, আত্বীয়-স্বজন। সেই এলাকার মানুষের সংকট মানে আমাদেরই সংকট। তাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’

এ বিষয়ে ইমরান উদ্দীন নমে আরেক ছাত্রলীগ নেতা বলেন, ‘ মানুষ মানুষের জন্য। আমাদের উচিত এ সময়ে সকলের পাশে এসে দাঁড়ানো। ছাত্রলীগ নেতা দিদার ভাই যে উদ্যোগ নিয়েছেন তা অন্যদেরকে উত্সাহ জোগাবে।"