নিজ জেলায় রাব্বানীর ত্রাণ বিতরণ কর্মসূচিতে হট্টগোল


Madaripur | Published: 2020-05-13 06:15:22 BdST | Updated: 2024-05-17 08:52:35 BdST

 

মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে করোনাভাইরাসে কর্মহীন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে মঙ্গলবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানী।

এ সময় বিপক্ষ একটি গ্রুপ এ ত্রাণ বিতরণকালে উপজেলার থানার মোড়ে হামলা করে ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে।

সফর সঙ্গী রাব্বানীর চাচাতো ভাই আবু সাইদ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার থানার মোড়ে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরনকালে রাজৈর উপজেলার বিপক্ষ পক্ষের ছাত্রলীগের সভাপতি পিয়াল গ্রুপের রিমনসহ ১০/১৫ জন যুবক হামলা করে ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিপক্ষ গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল জানায়, ত্রাণ বিতরনকালে সামাজিক দূরুত্ব বজায় না রাখায় আমার ছেলেরা বাঁধা দেয় এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

এই বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানী জানায়, ১২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরনের একপর্যায়ে ৩০/৪০ প্যাকেট উপহার সামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদ এর নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই।

এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল যুবক হামলা করে ওই উপহার সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি আটা ও ১টি সাবান।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, ত্রাণ বিতরণকালের শেষ পর্যায়ে একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার কথা শুনেছি। কোন হামলার ঘটনা কোথাও ঘটেনি।