শিক্ষাবৃত্তি দিলেন ছাত্রলীগ নেতা সবুর খান কলিন্স


ঢাবি টাইমস | Published: 2020-05-16 23:05:38 BdST | Updated: 2024-05-17 13:03:28 BdST

কোভিড-১৯ মহামারির কারণে আকস্মিক অর্থ সংকটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স।

করোনা সংকটে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সুকর্ম ফাউন্ডেশনের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটে আছে এমন দশ শিক্ষার্থীর তালিকা নিয়ে তিনি নিজেই এই অর্থ বিতরণ করেন।

১৫ মে বিকেলে ক্যাম্পাস টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন সুকর্ম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জুবায়ের আহমেদ।

মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা সবুর খান কলিন্স বলেন সময়ের প্রয়োজনে সংকটে দেশের পাশে দাঁড়িয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ ও সক্ষমতা বিসর্জনের নিমিত্তই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।সেই সংগঠনের একজন আদর্শিক কর্মী হিসেবে মানবিক অনুভুতি থেকেই আমি আমার সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

কলিন্স আরো জানান করোনার শুরু থেকেই আমি আমার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীকে এককভাবে সহায়তা করার চেষ্টা করে আসছি।তবে এবার সুকর্ম ফাউন্ডেশন থেকে তালিকা নিয়ে একসাথে কয়েকজনকে সহায়তা করলাম।

উল্লেখ্য করোনার কারণে আকস্মিকভাবে অর্থ সংকটে পড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে হ্যান্ড টু হ্যান্ড সহায়তা করার নিমিত্তি দাতা ও গ্রহীতা সংগ্রহের কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সুকর্ম ফাউন্ডেশন।