করোনাকালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি এক্সেস বাড়ানোর আহ্বান


Dhaka | Published: 2020-05-22 16:07:19 BdST | Updated: 2024-05-17 08:15:35 BdST

গতকাল ২১ মে, রাত ৯ টায় করোনা পরবর্তী বাংলাদেশে যুব উন্নয়ন নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে সেন্টাফ ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর ইউথ ফোরাম ইয়ং বাংলা। উক্ত আলোচনায় করোনা পরবর্তী সময়ে শিক্ষা, চাকুরী, স্কিল ডেভেলপমেন্ট, মানসিক স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে তরুণ প্রজন্মের জন্য যুগোপযোগী উদ্যোগে আলোকপাত করেন আলোকচবৃন্দ।

আলোচনার প্যানেলিস্ট হিসেবে করোনার আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র সংগঠনগুলোর ভূমিকে তুলে ধরেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিন অর্নি। করোনাকালে শিক্ষার্থীদের রিমোট লার্নিং এর সাথে উপযোগী করে তোলার জন্য অধিকাংশ বিদেশি এবং কিছু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়ান স্টপ স্টুডেন্ট পোর্টাল চালু করার আহবান জানান তিনি। এছাড়াও ক্রান্তিকালীন উদ্যোগ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপি ডিজিটাল লাইব্রেরিগুলোতে এক্সেস তৈরি করার প্রস্তাব দেন তিনি।

উক্ত আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল সহ আরো অনেকে। আলোচনাটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ নুজহাত চৌধুরি।