মুহসিন হলের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা


ঢাবি টাইমস | Published: 2020-05-24 20:11:07 BdST | Updated: 2024-05-17 09:47:10 BdST

করোনা সঙ্কটে ঢাবির মুহসীন হলের আর্থিক অসচ্ছল ২০ শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন হল সংসদের সদস্য আব্দুর রহমান।

করোনা সঙ্কটে থেমে থেমে গেছে বিশ্ব;বাংলাদেশও এর বাইরে নয়।করোনায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকায় যেসকল শিক্ষার্থী টিউশন করিয়ে পরিবারের পাশে থাকতেন তা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে।লকডাউনে তাদের পরিবারের আয়ও অনেকটা বন্ধ।

এসময় মুহসীন হল সংসদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য মোঃ আব্দুর রহমান "মুহসীন হল পরিবার" নামক গ্রুপে পোস্ট দিয়ে সঙ্কটে থাকা শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

প্রথমে ১০ পরিবারের পাশে থাকার ইচ্ছে থাকলেও অবস্থা বিবেচনা করে ২০ টি পরিবারের পাশে দাঁড়ান। তাদেরকে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান এবং পরিচয় গোপন রাখেন।

আব্দুর রহমান বলেন, পহেলা বৈশাখের বরাদ্দ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হয়েছে। তাই ইফতারের বরাদ্দ সঙ্কটে থাকা শিক্ষার্থীদের জন্য ব্যয় করার আহবান জানিয়েও সাড়া পাইনি। এক্ষেত্রে হলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করি। তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।এছাড়া আরো অনেককে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার ভাইয়ের মাধ্যমে উপহার পাঠানো হয়েছে।

অর্থের পরিমাণ এবং এর উৎস সমন্ধে জানতে চাইলে বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকার উপরে বিকাশের মাধ্যমে পাঠিয়েছি।আর টাকার উৎস সমন্ধে বলেন,আমার জমানো কিছু টাকা,বোর্ড বৃত্তির টাকা এবং এবার ঈদের মার্কেট না করে সেই টাকা আমার হলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দিয়েছি।

এছাড়া তিনি নিজ গ্রামেও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক আন্দোলনেও ছিলেন তিনি। ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে অনশনও করেছিলেন।