ঢাবির ভ্রাম্যমাণ দোকানদাররা পেল ঈদ উপহার


Dhaka | Published: 2020-05-25 01:50:42 BdST | Updated: 2024-05-17 07:52:06 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলা ভর্তা এবং ডাব বিক্রেতা যারা দুই মাস ধরে দোকান বন্ধ রেখে বাড়িতে অসহায় হয়ে দিন অতিবাহিত করছিলেন তাদের ঈদ উপহার পৌছে দিলেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

নয়টি পরিবারকে দুই হাজার করে টাকা আজ রবিবার পৌছে দেয়া হয়।

দুইটা পরিবারের দায়িত্ব নিয়েছেন ডিবি পুলিশের দক্ষিণের এডিসি আহসান খান, একটা করে পরিবারের দায়িত্ব নিয়েছেন ডিবি পুলিশের পুলিশ সুপার আব্দুল মান্নান, ডিবি পুলিশের উত্তরের এডিসি কোরাইশি কায়সার, নিউমার্কেট জোনের এসি আবুল হাসান, এনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল ইসলাম , ডাসের মালিক জসিম, ঢাবির সুপাররিনডেন্ট ইঞ্জিনিয়ার মহম্মদ জাবেদ আলম। এছাড়াও নিজে ফোন করে সহায়তা করেছেন রোকেয়া হলের ভিপি ইশরাত জাহান।

এ প্রসঙ্গে এই আয়োজনের সমন্বয়ক ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, "ক্যাম্পাসের চা, ভর্তা, ডাব অন্যান্য দোকানদারগণ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ না হলেও তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের এই চরম দু:সময়ে আমরা পাশে না থাকলে কে থাকবে? সবাই মিলেই আমাদের ভাল থাকতে হবে।