করোনায় ১০ম দিনের মত খাবার নিয়ে মানুষের পাশে ঢাবি ছাত্রলীগনেতা শুভ


Dhaka | Published: 2020-06-11 17:58:48 BdST | Updated: 2024-05-17 15:01:49 BdST

শুভ বলেন, “যতদিন বাংলাদেশে করোনা ভাইরাস মহামারির প্রকোপ না কমবে ততদিন ভাতের একটি দানাও গ্রহন করবো না”।

করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ,সচেতনতামূলক পোষ্টার লাগানো, ২০ সেকেন্ড হাত দোয়ার কর্মসূচি গ্রহনের পাশাপাশি ১০ম দিনেরমত ঢাকা শহরের অসহায় কর্মহীন,ভাসমান মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ও আইন অনুষদের ছাত্রলীগের সভাপতি শরিফুল হাসান শুভ ।

এই ছাত্রলীগ নেতা নিজ উদ্যাগে এভাবে ঢাকা শহরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শুভ বলেন, আমি জানি বাংলাদেশের মানুষ এই করোনা মহামারিতে কত কষ্টে জীবন কাটাচ্ছে ,অনেকে না খেয়ে রাস্তায় পড়ে আছে।আমি প্রতিজ্ঞা করেছি যে যতদিন এই সংকট কাটিয়ে দেশ স্বাভাবিক না হবে ততদি আমি ভাতের একটি দানাও গ্রহন করবো না।

করোনা সংক্রামন রোধে শরিফুল হাসান শুভ আরোও বলেন, আপনারা জানেন সারা বিশ্বে আতঙ্কের নাম করোনা ভাইরাস, যা ছোঁয়াছে রোগ। যার কোন প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি-এ রোগের ফলে প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন রোগ বৃদ্ধি পাচ্ছে। এ রোগ থেকে বাঁচার একমাত্র পথ হলো সচেতনা এবং পরিষ্কার পরিছন্ন থাকা। এর আগে আমি নিজ উদ্যােগে আমাদের গ্রামে করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রতিটি পরিবারের জন্য একটি করে হ্যান্ডস্যানিটাইজার, লিফলেট, গ্লাভস এবং ত্রান প্রদান করেছি।

তিনি আরো বলেন, আমাদের সমাজে যারা জনপ্রতিনিধি, শিল্পপতি ও বিত্তশালী তারা যদি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসে তাহলে করোনার ভাইরাসে কারনে মানুষের কষ্ট লাগব হবে। রাতের খাবার বিতরণ কর্মসূচী চলমান থাকবে ইনশাল্লাহ।