আমাদের রোপিত গাছ করোনা উত্তর বাংলাদেশকে সাজিয়ে তুলবে: ঢাবি ছাত্রলীগ


ঢাবি টাইমস | Published: 2020-06-15 23:52:51 BdST | Updated: 2024-05-17 17:38:41 BdST

পিতা মুজিবের জন্মশতবর্ষে যেন পাখিরা গাছের ডালে বসে আরও সুমধুর সুর তুলতে পারে, ফুলেরা যেন আরও সুবাস ছড়াতে পারে, ফলগুলো যেন আরও সুমিষ্ট-পুষ্ট হতে পারে, ডাল-পাতা-কুঁড়ি-শিকড় যেন আরও প্রসারিত-অবাধ-নির্বিঘ্ন হতে পারে, প্রকৃতি যেন শতরূপে আরও বিকশিত-বিস্তৃত-সুশোভিত হতে পারে সেজন্য আমরা গাছ লাগাবো।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এরকম কথাই লেখা হয়েছে।

"ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমাদের তাই উদাত্ত আহ্বান, আমরা যে যেখানে যেভাবে আছি সেখানে থেকেই প্রত্যেকে ৩টি করে গাছ লাগাবো।"

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনা ডাক দিয়েছেন, 'করোনা মহামারিতে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে'। আমরা সে ডাক হৃদয় দিয়ে শুনেছি। প্রকৃতির প্রতি ইঞ্চিতে গাছ লাগিয়ে নেত্রীর স্বপ্ন-সাহস চাষাবাদে আমরা সংকল্পবদ্ধ হয়েছি।

লেখা হয়েছে, আমাদের রোপিত গাছ মুজিববর্ষকে রাঙিয়ে তুলবে, করোনা উত্তর বাংলাদেশকে সাজিয়ে তুলবে।