হঠাৎ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে মারধর, নিন্দা


Dhaka | Published: 2020-08-18 04:10:39 BdST | Updated: 2024-05-04 23:11:56 BdST

ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন মো: সাহেদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের কোমরপুর নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কে-বা কারা এ হামলা করেছে এবিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

শেখ স্বাধীন মো: সাহেদ জানায়, শনিবার ১৫ আগস্টের বিভিন্ন প্রোগ্রাম শেষে গ্রামের বাড়ি পরানপুরে ফিরছিলাম। পথেমধ্যে কোমরপুর নামক এলাকায় কিছু মুখোশ পড়া ৪-৫ জন দুর্বৃত্তরা আমার মুখের উপর মোটর সাইকেলের হেড লাইটের আলো জ্বালিয়ে পিছন দিক থেকে আমাকে আঘাত করে। আমার অবস্থার অবনতি হলে স্থানীয়রা আমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, তার শরীরে আঘাত ও পায়ে ১২ থেকে ১৪ টি সেলাই দেওয়া হয়েছে।

জানা যায়, শেখ স্বাধীন মো: সাহেদ ফরিদপুরের পরানপুর নামক গ্রামের রহমত শেখের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মতাদর্শের উপর এমফিল করছেন।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করে।