ছাত্রলীগ নেতাকর্মীদের আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ে তোলার পরামর্শ কাদেরের


Dhaka | Published: 2020-08-23 04:32:32 BdST | Updated: 2024-05-16 14:15:50 BdST

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে মনযোগী হতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগকে করতে হবে আরো জনপ্রিয় এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থার ঠিকানা। নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি গড়ে তুলতে হবে আন্তর্জাতিক মানের ক্যারিয়ার। খেয়াল রাখতে হবে ছাত্রলীগ যেন নেতিবাচক সংবাদের শিরোনাম না হয়।

ছাত্রলীগের ইমেজকে সুনামের ধারায় ধরে রাখতে হবে এবং এগিয়ে নিতে হবে। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া যাবে না।

আমাদের সমৃদ্ধ আগামী বিনির্মাণের মূল শক্তি হোক এদেশের অগণিত ছাত্রলীগ নেতাকর্মীর অফুরন্ত প্রাণশক্তি, মনোবল ও সাহস। তবেই দেশরত্ন শেখ হাসিনার এগিয়ে চলার পথ হবে মসৃণ ও শক্তিশালী। এই হোক আজকের প্রত্যাশা।

২১ আগস্টের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাস জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ২১ আগস্টের হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে বক্তব্য রেখেছেন। প্রকৃতপক্ষে ২১ আগস্ট ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্ঘটনা নয়।

ওবায়দুল কাদের আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করেছিল বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার। একুশ আগস্টের এ ভয়াবহ গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন। মুফতি হান্নানের জবানবন্দিতে সব উঠে এসেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বও সব জানতো। হামলার পর আমাদের সংসদে কথা বলকে দেওয়া হয়নি। বিচার তো করেনি বরং উপহাস করা হয়েছে। তারা বলেছিলেন, শেখ হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এসব মিথ্যাচারের জবাব দেওয়ার মতো ভাষা আমাদের নেই। একথা আজ প্রমাণিত যে এদেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক বঙ্গবন্ধু পরিবার। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উদারতার মূর্ত প্রতীক।

.

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন,'বুলেট আর গ্রেনেডে বিশ্বাসী, খুনি-মাফিয়া ও সন্ত্রাসীদের রাজনৈতিক ক্লাব বিএনপিকে শুভবোধসম্পন্ন কোন মানুষ সমর্থন করতে পারে না।'

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খানজয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।