আলো হয়ে থাকবে ছাত্রলীগ অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে: সাদ্দাম


Dhaka | Published: 2020-10-10 07:38:10 BdST | Updated: 2024-05-03 10:34:49 BdST

ছাত্রলীগ সব অন্ধকারের আলো হয়ে থাকবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ সব অন্যায়ের বিরুদ্ধে আলো হয়ে থাকবে। সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আপনারা জানেন, সারা বাংলাদেশে কিছুদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সরকার প্রত্যেকটির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা বলতে চাই, ধর্ষণের সঙ্গে যারা জড়িত রয়েছে স্বল্পতম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে।’

আজ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তাঁর সহযোগীদের গ্রেফতারসহ সারা দেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন সাদ্দাম হোসেন।

"আলো হয়ে থাকবে ছাত্রলীগ অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে"।

.

সাদ্দাম হোসেন বলেন, "৭৫ এর খুনীরা ইনডেমনিটি পাওয়া সত্ত্বেও পার পায়নি, ২০২০ এর নয়া পপুলিস্ট ধর্ষকেরাও পার পাবেনা"

'আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ছাত্রীর পাশে বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লক্ষ নেতাকর্মী রয়েছে তিনি একা নন।'

প্রধানমন্ত্রী প্রশংসা করে সাদ্দাম হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বক্তব্যে বলেন, "তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক্‌ হয়ে শুনি কেবল শুনি।"

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আরমান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগ মহানগর উত্তর সভাপতি মো. ইব্রাহিম হোসেন, দক্ষিণের সভাপতি মো. মেহেদী। এ সময় কেন্দ্রীয়, ঢাবি ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।