ফরিদপুরে ছাত্রলীগের নতুন কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়ার দাবি


ঢাকা | Published: 2021-01-26 23:50:01 BdST | Updated: 2024-05-17 19:09:11 BdST

ফরিদপুর জেলা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়অ ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি বিবাহিত এবং সাধারণ সম্পাদক মামলার আসামি। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারেন না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকান্ডে যুক্তদের ছাত্রলীগের পদ-পদবি দিতে নিষেধ করেছেন। অথচ ফরিদপুর জেলা ছাত্রলীগে বিবাহিত এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে নেতৃত্বে আনা হয়েছে।

এসময় তারা কমিটি থেকে বিতর্কিত সকল নেতাদের অবিলম্বে বাদ দেয়ার দাবি জানান। বিতর্কিতদের বাদ না দেয়া পর্যন্ত সাধারণ ছাত্র ও ছাত্রলীগ কর্মীরা কমিটি মেনে নেবে না বলেও উল্লেখ করেন তারা।

মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগ নেতা মিথুন কর্মকার, রাবেয়া বৃষ্টি, নূর হোসেন মারুফ, আসিফ ইমতিয়াজ সজল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম প্লাবন প্রমুখ।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে তামজিদুল রশীদ রিয়ানকে সভাপতি ও ফাহিম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল ছাত্রলীগেরই একটি পক্ষ।

তবে বিয়ে করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন নতুন কমিটির সভাপতি তামজিদুল রশীদ রিয়ান। তিনি বলেন, ‘আমি বিবাহিত নয়। রাজনীতিতে গ্রুপিং থাকে, ষড়যন্ত্রও থাকে। একটি পক্ষ আমার বিরুদ্ধে থেকেই ষড়যন্ত্র করে আসছে। এসব তারই অংশ।