শিক্ষার্থীদের সাথে নিয়ে হলের সমস্যা কর্তৃপক্ষকে জানালো ছাত্রলীগ


Dhaka | Published: 2022-02-24 08:53:58 BdST | Updated: 2024-05-17 19:00:39 BdST

শিক্ষার্থীদের সংকট ও সমস্যা সমাধানে পরিকল্পনা বাস্তবায়নের জন্য শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ শিক্ষার্থীদের নিয়ে এক মবিনিময় সভা সম্পন্ন করেছে।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলে হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়াচ এবং হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

Caption

উক্ত সভায় সাধারণ শিক্ষার্থীরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের উপায় তুলে ধরেন।

শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেন তা হলো- রিডিং রুম সম্প্রসারণ, পুকুর সংস্কার,খাবারের মান বৃদ্ধি ও দাম নির্ধারণ,হলের সিলিং সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা, পানির ফিল্টার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াই-ফাই নেটওয়ার্ক সমস্যা ইত্যাদি সহ প্রায় ৪০ টির উপরে সমস্যা চিহ্নিত করেন, যা হলের প্রাধ্যক্ষ এবং হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নোট করে।

স্বল্প মেয়াদি সমস্যা সমাধানের জন্য ৪৮ ঘন্টা সময় নেন এবং এ সমস্যা আর না হওয়ার আশ্বাস দেন এবং দীর্ঘ মেয়াদি সমস্যা সমাধানের জন্য প্রাধ্যক্ষ সহ ছাত্রনেতারা বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা

মতবিনিময় সভা শেষে তারা হল ক্যান্টিন পরিদর্শন করেন এবং ক্যান্টিন পরিচালককে দিকনির্দেশনা দেন।

হল ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, অতি শিগগিরই সকল সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় কিভাবে দাবি আদায় করে নিতে হয় তা শিক্ষার্থীরা ভালোভাবেই জানেন