বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2023-07-14 10:59:37 BdST | Updated: 2024-05-05 09:06:10 BdST

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণার প্রায় সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০১ সদস্যের এই কমিটিতে ৭১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। পদপ্রাপ্তদের সিংহভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার পর কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) স্বাক্ষর করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর সহসভাপতি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য রাকিবুল হাসানকে, আগের কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারীকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। দপ্তর সম্পাদক করা হয়েছে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলামকে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হয়। পরে ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাত মাস পর আজ কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় ছাত্রলীগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। বৃহত্তরভাবে ছাত্রসমাজের লক্ষ্য যাঁরা পূরণ করতে পারবেন, তাঁদের আমরা কমিটিতে নিয়ে এসেছি। আমাদের শিক্ষাব্যবস্থার সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টাও করেছি।’