কেন্দ্রীয় ছাত্রলীগে পদ নিয়ে বিপাকে বুয়েটের ৩ শিক্ষার্থী


স্টাফ করেসপনডেন্ট | Published: 2023-07-16 11:58:22 BdST | Updated: 2024-05-05 03:06:37 BdST

ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ প্রাপ্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী হাসিন আজফার পান্থকে সতর্ক করবে বুয়েট কর্তৃপক্ষ। শনিবার রাতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সমকালের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
 
২০১৯ সালে ছাত্রলীগের নেতাকর্মীদের রাতভর নির্যাতনে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে বুয়েটে রাজনীতি করা, কাউকে উদ্বুদ্ধ করা এবং রাজনীতিতে পদ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো নিষিদ্ধ করেছে বুয়েট প্রশাসন।  

গত বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ১৭তম ব্যাচের হাসিন আজফার পান্থকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমকে কার্যনির্বাহী সদস্য পদ দেওয়া হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদ পেয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আবু সাঈদ কনক। 

শনিবার রাতে বুয়েট শিক্ষার্থীদের পরিচালিত ‘বুয়েটিয়ান’ নামক ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দুই শিক্ষার্থীর পদ পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ কার্যক্রমের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ আছে।’

আরও উল্লেখ করা হয়, ‘দুই পদধারীর নামে শিক্ষার্থীদেরকে ছাত্ররাজনীতিতে যুক্ত করার জন্য বিভিন্নভাবে প্রভাবিত করার অভিযোগও রয়েছে। সাংগঠনিক ছাত্ররাজনীতির কালো থাবা থেকে বুয়েটকে রক্ষার জন্য শিক্ষার্থীরা সব সময় সোচ্চার ছিল, আছে এবং থাকবে।’

এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়গুলো ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক দেখেন। তিনি বলতে পারবেন।’

ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরাও এ বিষয়ে অবহিত করেছে। কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছে, এতে আমাদের করার কিছু নেই। আমাদের সবগুলো নোটিশে বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে কেউ রাজনীতি করতে পারবে না। বাইরে কেউ কিছু করলে আমাদের এখতিয়ারের বাইরে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে শিক্ষার্থী পোস্ট করেছেন তাকে সতর্কমূলক জানানো হবে, না হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর ভিসি স্যার ও অন্যান্যদের জানিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কি না সেটি ছাত্ররা সিদ্ধান্ত নেবে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। তবে তাদের অন্যান্য ইউনিটে রাজনীতি করতে বাধা নেই।’