ছাত্রলীগ থেকে অব্যাহতি চাইলেন বুয়েট শিক্ষার্থী


বুয়েট | Published: 2023-07-17 10:42:59 BdST | Updated: 2024-05-05 14:02:36 BdST

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়ে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি ছাত্রলীগের দপ্তর সেলে আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি। রাব্বি নব নির্বাচিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য। 

রাব্বি বলেন, আমার ব্যক্তিগত ও  অ্যাকাডেমিক কারণে আমার অব্যাহতি পত্র যথাযথ মাধ্যমে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। 

এই বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, সে বুয়েটে ভর্তি হওয়ার আগে কলেজ ও উপজেলায় ছাত্রলীগের পদ হোল্ড করেছে। আমরা অফিসিয়ালি তার আবেদন পাইনি। আমাদের মেসেঞ্জারে পাঠিয়েছে আবেদন পত্র। কিন্তু আমরা আমলে নিয়েছি বিষয়টি। কোন কারণে সে অব্যাহতি চাচ্ছে বিষয়টি যাচাই-বাচাই করে আমরা সিদ্ধান্ত নেব। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বসে এই বিষয়ে সিদ্ধান্ত দেব।

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের রাতভর নির্যাতনে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে ছাত্র রাজনীতি করা, কাউকে উদ্বুদ্ধ করা এবং রাজনীতিতে পদ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত বৃহস্পতিবার ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের হাসিন আজফার পান্থকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বিকে সদস্য পদ দেওয়া হয়। 

সকল প্রকার ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও ছাত্রলীগের কমিটিতে বুয়েট শিক্ষার্থীদের পদায়নে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই এটাকে বুয়েটে ছাত্রলীগের রাজনীতিকে প্রবেশ করানোর ‘কৌশল’ হিসেবে মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বুয়েট শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে বুয়েট শিক্ষার্থীদের পদ দেয়ার মানে হচ্ছে তারা আবারও এখানে তাদের দাসত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং এই কাজটি করতে গিয়ে তারা ধীরে ধীরে বিভিন্ন কৌশল অবলম্বন করছে; এটিও তার একটি অংশ।’

ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি, আমাদের ক্যাম্পাসে তারা রাজনীতি করবে না। তারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, তাতে আমাদের কিছু করার নেই। তবে যে শিক্ষার্থী পোস্ট করেছেন তাকে সতর্ক করা হবে, না হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’