বুয়েট শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা


Desk report | Published: 2023-07-20 03:47:50 BdST | Updated: 2024-05-05 07:28:15 BdST

সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিয়মিত ছাত্র পদ পাওয়ার বিষয়টি আলোচনার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিটি ফের প্রচার করছে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থী অনুমোদিত ক্লাব-সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দল বা এর অঙ্গসংগঠনের অথবা অন্য কোনো সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং এগুলো অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুয়েটের কোনো শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো মাধ্যমেও সাংগঠনিক-রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।