রোকেয়া হলে ছাত্রলীগের হাতেই ছাত্রলীগ নেত্রী নির্যাতিত


Dhaka University | Published: 2023-07-24 12:12:49 BdST | Updated: 2024-05-05 13:16:15 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সহসভাপতি আয়েশা সিদ্দিকা রূপাকে কক্ষছাড়া করার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে। রূপা অভিযোগ করেন, আমাকে টেনেহিঁচড়ে হলে থেকে বের করে দিয়েছে। এর আগে আমার জিনিসপত্র ছুড়ে ফেলে দেয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হলের ১১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি অডিও ও ভিডিও চিত্র গণমাধ্যমের কাছে এসেছে।
 
রূপা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত এবং রোকেয়া হল ছাত্রলীগের কমিটির পদপ্রত্যাশী। এর আগে তিনি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথার অনুসারী ছিলেন।

রূপা বলেন, আতিকা আপুর ৮ থেকে ১০ জন মেয়ে আমার জিনিসপত্র আগেই ফেলে দিয়েছে। সাড়ে ১০টা থেকে তারা এখানে অবস্থান করছিল। পরে আমাকে টেনেহিঁচড়ে বের করেছে। আমি বাইরে বসে আছি।

.

জানা যায়, আয়েশা সিদ্দিকাকে ১১২১ কক্ষে সিট দেন ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বী। এ নিয়ে আতিকার সঙ্গে তার ঝামেলা হয়। সেই সূত্র ধরে আতিকার নির্দেশে তার অনুসারী হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিহা মাহুব ঐশী, সাংগঠনিক সম্পাদক বিপর্ণা রায়, ছাত্রলীগ নেত্রী ফারজানা পারভীন রুমে এসে রূপাকে বের করে দেন। এদের মধ্যে ফারজানা পারভীন ও বিপর্ণা রায় সাদ্দামের অনুসারী, সামিহা মাশুব ঐশী মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচয় দেন।

আতিকা বিনতে হোসাইন বলেন, আমি তো কিছু বলতে পারি না। আমি তো বের করে দেইনি। রূপার সঙ্গে আমার কথা হয়েছিল অন্য রুমে শিফট হওয়ার ব্যাপারে। সে নিজের ইচ্ছায় শিফট করবে। সে সেক্রেটারি (হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা) কোরামের তো, আমার এইদিকে আসতে চাচ্ছিল। আমি বলেছি একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। সেক্রেটারি আসুক তারপর আমরা বসব।’

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, রুম নিয়ে তাদের মধ্যে সমস্যা হয়েছিল শুনেছি। আমরা বিষয়টি দেখছি।

তানভীর হাসান সৈকত বলেন, হালকা ঝামেলার কথা শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।