ডা. অর্ণা জামানকে রাবি ছাত্রলীগের সংবর্ধনা


RU Correspondent | Published: 2023-07-30 13:05:27 BdST | Updated: 2024-05-05 10:00:21 BdST

ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব-মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হলো।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

এসময় মোস্তাফিজুর রহমান বাবু বলেন, দাদা ও বাবার মতো দলীয় আদর্শের মূর্ত প্রতীক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। আমরা উদীয়মান এ নেত্রীকে পেয়ে ধন্য। এর মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বাছাইয়ে ভুল করে না এবং করেনি। তরুণ প্রজন্মের অহংকার এই নেত্রীকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে অসম্ভব রকমের তৃপ্তি কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডা. অর্ণা জামান বলেন, বর্তমানে নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুব-মহিলা লীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে আমার মূল লক্ষ্য।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় থানা এবং ওর্য়াড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডা. অর্ণা জামান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগেরও সদস্য।