জবি ছাত্রলীগের কর্মী বহিষ্কার


Desk report | Published: 2023-07-30 17:48:02 BdST | Updated: 2024-05-04 00:54:10 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনের উপ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বহিস্কৃত সেলিম রানা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের মনোবিজ্ঞান বিভাগের ৫ নম্বর সহসভাপতি ছিলেন।

সূত্র জানায়, শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সেলিম রানা। এ কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।