সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে ঢাবি ছাত্রলীগ


DU Correspondent | Published: 2023-09-08 15:03:53 BdST | Updated: 2024-05-03 15:03:52 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷ আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে৷

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের একাডেমিক নানা সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে সাত কলেজ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব৷ এই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐতিহ্যবাহী সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে৷ এতে অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়৷

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা অনেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আন্দেলন করছে৷ আমরা তাদের কথা শুনতে চাই ৷ তাদের সমস্যার কথা জানতে চাই৷ তাদের দাবি যদি মাননীয় উপাচার্যের কাছে বা শিক্ষামন্ত্রী কিংবা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রয়োজন হয় সেটি আমরা করবো৷

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ছাত্রলীগ নিয়ন্ত্রণে নিতে চায় এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাত কলেজ ছাত্রলীগ আগে ঢাকা মহানগর ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল পরে কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়ন্ত্রণে আসে৷ এটা এখন যুগের চাহি,দা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাত কলেজ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে৷

সাত কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে এই মতবিনিময় সভার কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নের জবাবে শয়ন বলেন, আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে এবং একজন শিক্ষার্থী হিসেবে বিশ্বাস করি সারা বাংলাদেশে যেখানেই সাধারণ শিক্ষার্থীরা আছে এবং তাদের অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব৷ আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি৷