ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র চবি


CU Correspondent | Published: 2023-09-21 17:54:11 BdST | Updated: 2024-05-03 13:35:45 BdST

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। সংঘর্ষে চবি ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

সংঘর্ষের পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এখনো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। আর সিক্সটি নাইনের কর্মীরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

গত ১ জুন সর্বশেষ চবি ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছিল সিক্সটি-নাইন ও সিএফসি গ্রুপের নেতাকর্মীরা। আগের রাতে হলের সামনের একটি হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পক্ষ দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক রমজান হোসাইন রামদার কোপে গুরুতর আহত হয়েছিলেন।