২৬ থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনে যোগ্যতা শিথিল


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-14 06:29:44 BdST | Updated: 2024-05-11 13:16:03 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করে ঢাবির আদলে চারটি ইউনিটে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানা গেছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সূত্র জানায়, বিজ্ঞানের বিভাগগুলোর জন্য ‘এ’ ইউনিট, কলা ও মানবিকের ‘বি’ ইউনিট, ব্যবসায় ‘সি’ ইউনিট এবং বিভাগ পরিবর্তন ও অন্য বিভাগের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। এদিকে এ বছর এসএইচসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে ভর্তি আবেদনে তিনটি ইউনিটে যোগ্যতা শিথিল করা হয়েছে।

এর মধ্যে ‘এ’ ও ‘সি’ ইউনিটের যোগ্যতায় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে নূন্যতম ৩.০০ পয়েন্টসহ উভয়টিতে যৌথভাবে ৬.৫০ থাকতে হবে। এছাড়া ‘বি’ ইউনিটের যোগ্যতায় এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে নূন্যতম ২.২৫ পয়েন্টসহ উভয়টিতে যৌথভাবে ৫.৫০ থাকতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা জানান, ‘আমাদের এবারের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে যারা এইচএসসি পাশ করেছে শুধুমাত্র তারাই ভর্তি আবেদন করতে পারবে। এছাড়া ফলাফল বিপর্যয়ের কারণে ভর্তি আবেদন যোগ্যতায়ও শিথিলতা আনা হয়েছে।’

উল্লেখ্য, বিগত বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০টি ইউনিটের অধীন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ‌‘এ’ ইউনিট, কলা ও মানববিদ্যা অনুষদের অধীন বি-১, বি-২, বি-৩, বি-৪, বি-৫, বি-৬, বি-৭, বি-৭এইচ, বি-এস ও বি-৮ ইউনিট পরীক্ষা হত। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন সি-১,২,৩ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদের অধীন ডি-১,২,৩ ইউনিট, আইন অনুষদের অধীন ‘ই’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদের অধীন এফ-১,২,৩ ইউনিট, ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীন ‘জি’ ইউনিট, শিক্ষা অনুষদ ‘এইচ’ ইউনিট, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ‘আই’ ইউনিট এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ‘জে' ইউনিট অধীনে ভর্তি পরীক্ষা নেয়া হত।

এমএসএল/ ১৪ আগস্ট ২০১৭