নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী: শিক্ষামন্ত্রী


স্টাফ রিপোর্টার | Published: 2017-08-20 23:08:09 BdST | Updated: 2024-05-19 12:03:39 BdST

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। তারা বিশ্বমানের মেধার অধিকারী। তারাই উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তারা বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্মের সাথে দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রতিযোগিতা করতে পারবে।

রোববার (২০ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনেক কষ্টে ও অনেক চেষ্টার পর নতুন একটি শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছি। আমরা শিক্ষানীতির নির্দেশনা অনুযায়ী দেশের সকল স্তরের শিক্ষাব্যবস্থা পরিচালনা করছি। আধুনিক যুগের উন্নত শিক্ষা ও বিজ্ঞান সম্মত শিক্ষায় তরুণ প্রজন্মকে গড়ে তোলাই বর্তমান শিক্ষা ব্যবস্থার একমাত্র লক্ষ্য।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই আমার জীবনের লক্ষ্য। তাঁর স্বপ্নের বাস্তবায়নে কাজ করে যাব, এটাই আমার শপথ। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার আহবান জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে একদম পিষে ফেলা হয়েছিলো। দেশে ঘুষ ও দুর্নীতি এই আমল থেকে শুরু হয়েছিল।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও জাতির প্রতি কর্তব্য পালন করতে হবে। নিজের দেশের প্রতি ভাবালোসা থাকলেই জাতির প্রতি কর্তব্য পালন করা সম্ভব। কেননা আপনারাই হচ্ছেন দেশের আগামীর ভবিষ্যৎ।

ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সহযোগিতা করতে আমরা সব সময় চেষ্টা করি। অল্প পরিসরে হলেও তাদের আমরা বিভিন্ন পরিমানে অর্থ সহায়তাও করে থাকি। তাছাড়া বিভিন্ন দেশে শিক্ষা সফরের আয়োজন করে থাকি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রীর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আরএ/ ২০ আগস্ট ২০১৭