বাংলাদেশি শিক্ষার্থীদর বৃত্তি দেবে তুরস্ক


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-23 17:10:30 BdST | Updated: 2024-05-19 10:01:54 BdST

তুরস্কের ওকান ইউনিভার্সিটি (বেসরকারি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে দশটি বৃত্তি দিতে আগ্রহী।

মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন ওকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক অফিস ম্যানেজার উগুর এরকায়।

তিনি বলেন, বাংলাদেশি কোনো শিক্ষার্থী ওকান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে বিশ্ববিদ্যালয়টি সব ধরনের সহযোগিতা করবে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ওকান ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিতে চাইলে ইউজিসি এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউজিসি সদস্য ড. মো. খালেদ উপস্থিত ছিলেন।

এমএন/ ২৩ আগস্ট ২০১৭