কলেজের জমি দখলে বাধা দেয়ায় শিক্ষক-শিক্ষার্থী লাঞ্ছিত


দিনাজপুর | Published: 2020-08-20 00:58:52 BdST | Updated: 2024-05-19 03:48:59 BdST

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা দখল নিয়ে এক পৌর কাউন্সিলরের সমর্থকদের দ্বারা শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, ফুলবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগমের লোকজন কলেজের একটি অংশের জমি দখল করতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লাঞ্ছিতের ঘটনায় মামলা হওয়ার পর পৌর কাউন্সিলর রোকেয়া বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে লাঞ্ছিতের খবর শুনে বটতলী এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ ও পৌর কাউন্সিলের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা যায়, বটতলী এলাকায় কলেজের সীমানাপ্রাচীরের মধ্যেই ৩ শতক জমিতে বেশ কিছু অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল। কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ স্থাপনাগুলো উচ্ছেদ করে। বুধবার সকালে ফুলবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর তাঁর সমর্থকদের নিয়ে ওই জায়গায় নতুন করে টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। এ সময় কলেজের কয়েকজন শিক্ষক বাধা দিতে গেলে কাউন্সিলরের লোকজন দর্শন বিভাগের শিক্ষক এরশাদ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

শিক্ষক লাঞ্ছিত হওয়ার কথা ছড়িয়ে পড়লে কলেজের বেশ কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোকেয়া বেগমের কাছে শিক্ষককে মারধরের কারণ জানতে চান। তখন উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর প্রতিবাদে কলেজের আরও কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে কাউন্সিলরের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে।

ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হক বলেন, জায়গাটির মালিক কলেজ কর্তৃপক্ষ। তার পরও কাউন্সিলর অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে কাউন্সিলরের সমর্থকেরা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ কাউন্সিলর রোকেয়া বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।