শুভ জন্মদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা


টাইমস ডেস্ক | Published: 2020-09-28 06:10:28 BdST | Updated: 2024-05-19 06:14:49 BdST

রক্তস্নাত বাংলায় স্বজন হারানোর শোক বুকে চেপে আন্দোলন-সংগ্রামে গণতন্ত্রের পথযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেতা। তার নেতৃত্বেই সব সূচকেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার ৭৪ বছরে পা রেখেছেন বঙ্গবন্ধু কন্যা।

রাজনীতির পথচলায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুননেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ়তা, দেশপ্রেম ও মানবকল্যাণের ব্রত ধারণ করেছিলেন শৈশবেই।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি তার। দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্রে ৭৫ এর ১৫ আগস্ট গোটা পরিবারকেই হারিয়েছেন তিনি। ছোটো বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা। তারপর থেকেই নির্বাসিত জীবন।

১৯৮১ সালে বিদেশে থাকা অবস্থাতেই সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। ওই বছরের ১৭ মে ফিরে আসেন দেশে। শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। চলার পথ কখনওই সহজ ছিলো না। সামরিক স্বৈরাচারের রোষানলে পড়ে বারবার কারা বরণ করেছেন তিনি। হয়েছেন জঙ্গিদের টার্গেট।

সব ষড়যন্ত্র মোকাবেলা করে ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন। এক মেয়াদ বিরতি এবং সেনা সমর্থিত শাসনের পর ২০০৮ সালে গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনার ওপরই আস্থা রাখে জনগণ।

দেশে শুরু হয় উন্নয়নের মহাযজ্ঞ। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন। টানা তিন মেয়াদে বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়।

স্বীকৃতি হিসেবে পেয়েছেন ৩৮টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। পিতা বঙ্গবন্ধুর নেত্বত্বের সম্মোহনী শক্তি কন্যা শেখ হাসিনাকে পরিণত করেছে বিশ্বনেতায়।

দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি একজন মা, একজন বোন, একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক- শেখ হাসিনা।