ইংরেজি শিক্ষার প্রসারে তরুণ সালমান রহমানের ছুটেচলা


টাইমস ডেস্ক | Published: 2020-09-29 03:21:29 BdST | Updated: 2024-05-19 09:41:06 BdST

মোঃ এফ, সালমান রহমান। মাত্র ১৮ বছর বয়সের ছোট্ট জীবনে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজসহ অসংখ্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শতাধিক ইংরেজি বিষয়ক সেমিনারে অংশ নিয়েছেন। তিনি গ্রামীন মানুষের ইংরেজি শিক্ষার উন্নয়নে ছুটে বেরিয়েছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলে। ইংরেজি ভাষার উন্নয়নে কাজ করা বাংলাদেশের অন্যতম বৃহৎ ইংরেজি ভাষা বিষয়ক সংস্থা "EELC Bangladesh" এর প্রেসিডেন্ট তিনি।

তার এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হাজার হাজার শিক্ষার্থীর ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করেছেন।এছাড়াও তিনি বর্তমানে "BangladeshYouth Debating Society" নামক একটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি বিমান বাহিনী কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় পরপর গত দুইবছর সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। যেটি একটি রেকর্ড। তিনি গতবছর এনটিভি প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান "টিফিনের ফাঁকে" এর ৭০০ তম স্পেশাল পর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরক্ষার পান। আমেরিকান কর্নার, রাজশাহী সেন্টার এ Youth Leadership Icon হিসেবে সন্মানিত হয়েছেন এই তরুণ।

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, কুর্মিটোলা- এর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং বিতর্ক ক্লাব এর প্রথম প্রেসিডেন্ট। বর্তমানে তিনি কলেজটির ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সন্মানজনক সর্বোচ্চ পদ "চিফ কন্ট্রোলার" পদে বহাল রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সক্রিয়।

সালমান নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত বাঙ্গাল খলসী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের মোঃ শামসুল ইসলাম এবং মোসাঃ ফেরদৌসী খানম এর একমাত্র সন্তান। তিনি রাজশাহী ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুলে আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন।পরবর্তীতে শিক্ষানগরী রাজশাহীর অন্যতম সেরা স্কুল বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ" রাজশাহী কলেজিয়েট স্কুল " থেকে ২০১৭ সালে মেধার সাথে স্কুলজীবন শেষ করেন।

এরপর বাংলাদেশ বিমান বাহিনী কতৃক পরিচালিত "বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ" থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দেন। তিনি এইচএসসি পরীক্ষায় অসামান্য মেধার পরিচয় দেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সালমান শিক্ষাজীবনে মেধার পরিচয় দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে দুইটি "মেয়র শিক্ষা পদক" পান।