ঈদে ৩০০ পরিবারে হাসি ফোটালো স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন


Desk report | Published: 2022-04-30 23:05:35 BdST | Updated: 2024-05-18 23:47:09 BdST

প্রতি বছরের ন্যায় এবারও তিনশ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার ২০ গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে এসব ঈদ উপহার দেওয়া হয়। এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, আটা, দুধ, আলুসহ অন্তত ১৫ দিনের খাদ্য সামগ্রী। সংগঠনের সদস্যরা অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় পৌঁছে দিয়েছেন।

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ বলেন, ‘সমাজের এমন অনেক অসহায় আছে তারা লোকলজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারেন না। তাদের মুখে হাসি ফুটানো আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য। পাশাপাশি ঈদের আনন্দ যেন তাদের মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য রাতের আধারে সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয় স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। সেখানে বিভিন্ন পেশার ঊর্ধ্বতন কর্মকর্তারা আর্থিক ও সার্বিক সহযোগিতা করে থাকেন।