চলতি মাসেই তিন জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক পদায়ন


টাইমস প্রতিবেদক | Published: 2017-10-13 15:46:13 BdST | Updated: 2024-05-19 10:00:23 BdST

চলতি মাসে আরো তিন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব দেয়া হবে। এ তিন জেলা হচ্ছে মেহেরপুর, ফরিদপুর ও ঠাকুরগাঁও। জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের এ দায়িত্ব দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ওই সূত্রে আরো জানা যায়, জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রণয়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে দায়িত্ব দেয়া হয়েছে। সে তালিকার ভিত্তিতে মন্ত্রণালয় থেকে যোগ্য শিক্ষকদের পদায়নে অনুমোদন দেবে। অধিদফতর সেসব শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করবে।

ইতোমধ্যে ঢাকা মহানগরের প্রধান শিক্ষকের শূন্যপদে সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়া হয়েছে। মেহেরপুর, ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সারা দেশের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের তালিকা তৈরি করছি। প্রথম ধাপে ঢাকা মহানগরের তালিকা পাঠানো হয়। তাদের পদায়নও করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে তিন জেলার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলে শিক্ষকদের পদায়ন দেয়া হবে। আমাদের কাছে সকল জেলার তালিকা আসছে। পর্যায়ক্রমে জেলা ভিত্তিক জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিন জেলার তালিকা পাওয়া গেছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এফ এম মঞ্জুর কাদের বলেন, আগামী সপ্তাহের মধ্যে মেহেরপুরে প্রধান শিক্ষকরে শূন্য পদে সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়া হবে। এরপর ফরিদপুর ও ঠাকুরগাঁও জেলায় দেয়া হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে তালিকা এলে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমরা তালিকা অনুমোদন করে অধিদফতরে পাঠাই। সেখান থেকে শিক্ষকদের পদায়ন দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেন। সূত্র: জাগো নিউজ।

পিআই/ ১৩ অক্টোবর ২০১৭