জানুয়ারি থেকে দেশে চালু হচ্ছে ফোরজি সেবা: তারানা হালিম


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-30 00:30:54 BdST | Updated: 2024-05-18 23:28:43 BdST

নতুন বছরের উপহার হিসেবে জানুয়ারি থেকে ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, জানুয়ারিতে ফোরজি সুবিধা চালু হলে গ্রাহকরা ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবেন। বর্তমান সরকারের একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল ফোরজি সেবা চালু করা। আমরা অত্যন্ত দ্রুত কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা বলতে পারি, অপারেটরদের যে কনসার্ন ছিল, সেগুলো মোটামুটিভাবে সবগুলোই অ্যাড্রেস করেছি। এখন আমাদের শুধু লাইসেন্স প্রদান এবং ফি গ্রহণের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। গাইডলাইন এখন বিটিআরসিতে পাঠিয়ে দেব। আমাদের টার্গেট ডিসেম্বর। নতুন বছরের উপহার হিসেবে সরকার জনগণকে সেবাটি প্রদান করবে। আশা করছি নতুন বছরে জানুয়ারিতে সেবাটি জনগণের কাছে পৌঁছে দিতে পারবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অপারেটররা যে ২৩টি বিষয় বিবেচনার জন্য অনুরোধ করেছিল তার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে এবং ২৩ নম্বরটি আংশিকভাবে বিবেচনা করেছি। ফোরজি লাইসেন্স আবেদন ফি আগে ছিল ৫ লাখ টাকা, এখনও তাই আছে। লাইসেন্স এক্যুইজেশন ফি পূর্বে ছিল ১৫ কোটি, সেটি এখন ১০ কোটি টাকা। বার্ষিক লাইসেন্স ফি সাড়ে সাত কোটি থেকে কমিয়ে ৫ কোটি টাকা, রেভিনিউ শেয়ারিং ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ব্যাংক গ্যারান্টি ১৫০ কোটি টাকাই রয়েছে।

একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কনভার্সন ফি ১৮০০ ও ৯০০ মেগাহার্টজের তরঙ্গ এক ধাপে রূপান্তর করলে ৪ মিলিয়ন ইউএস ডলার দাম নির্ধারণ করা হয়েছে। আংশিক রূপান্তর করলে তা হবে ৭ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলার।

প্রাথমিকভাবে ফোরজির ডাটা স্পিড ২০ এমবি (মেগাবাইট পার সেকেন্ড) রাখা হয়েছে। বিটিআরসি সময়ে সময়ে স্পিড পরিবর্তন করতে পারবে সেজন্য বিধান রাখা আছে। এটি আগে ছিল ১০০ এমবি।

আরএম/ ২৯ নভেম্বর ২০১৭