লাশের প্রতিকৃতিতে চবি শিক্ষার্থীদের আন্দোলন


CU Correspondent | Published: 2024-01-17 17:57:07 BdST | Updated: 2024-04-29 05:28:17 BdST

একাডেমিক সেশনজট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের কয়েকজনকে লাশের প্রতিকৃতিতে ফটকের সামনে শুয়ে থাকতে দেখা যায়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এ আন্দোলন শুরু করেন তারা।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, আমাদের বিভাগের যাত্রা হয়েছে আজ থেকে আট বছর আগে। কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও বের হতে পারেনি। এছাড়াও আমাদের কোনো স্থায়ী ভবন নেই, শিক্ষক নিয়োগ নেই। আমরা অনতিবিলম্বে এগুলোর অবসান চাই।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নাঈম বলেন, আমাদের একটা ভবিষ্যৎ আছে। অথচ এখন পর্যন্ত আমরা বিভাগের জট নিয়ে পড়ে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখানেই জীবনটা কাটিয়ে দিচ্ছি। তারা কি আমাদের চাকরির বয়স বাড়িয়ে দিবে? তা তো দিবে না। কিন্তু আমাদেরকে কয়েক বছর পিছিয়ে দিচ্ছে।