রবীন্দ্র সরোবরে দোকানিদের মারধরে ঢাবির ৫ শিক্ষার্থী আহত


DU Correspondent | Published: 2023-09-23 08:42:22 BdST | Updated: 2024-05-19 05:53:00 BdST

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকানদারদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে।

আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- আলিফ (১৯) মাজহারুল ইসলাম (১৮), আজিম মাহমুদ তৌহিদ (২০), বাইজিদ বোস্তামি (১৯) ও নাসিব আলতাফ (১৯)।

ওই শিক্ষার্থীদের সঙ্গে থাকা তাদের এক বন্ধু নাঈম জানান, ধানমন্ডির রবীন্দ্র সরোবারে ঢাবির ৫ জন শিক্ষার্থী ঘুরতে যান। পরে ফুটপাতের দোকানদারদের সঙ্গে একজনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচজনই আহত হয়।

আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করে এই যুবক জানান, এদের মধ্যে আলিফ অমর একুশে হল, মাজহারুল ইসলাম ফজলুল হক হল, আজিম মাহমুদ তৌহিদ মুক্তিযোদ্ধা হল, বাইজিদ বোস্তামী অমর একুশে হল ও নাসিব আলতাব ওমর একুশে হলে থাকে।

তবে কি নিয়ে দোকানদারদের সঙ্গে মারামারি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে আহতদের মধ্যে আলিফের মাথায় আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমন্ডি থেকে আহত অবস্থায় ঢাবির ৫ ছাত্রকে চিকিৎসা দেওয়ার জন্য জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।