যেসব শর্তে খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ


টাইমস প্রতিবেদক | Published: 2021-06-30 20:52:26 BdST | Updated: 2024-05-18 00:54:51 BdST

করোনাভাইরাসের সংক্রমণরোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে সাত দিনের বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার।

বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁ খোলা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে বসে খাওয়া যাবে না। পার্সেল করে নিয়ে আসতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।